মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কনিকাড়া গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে হেয় পতিপন্ন করায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস- চেয়ারম্যান মোশারফ হোসেন সরকারের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার টাইবুনালে আইসিটি মামলা করেন আনোয়ারুল হক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে অভিযোক্ত আসামী সাবেক ভাইস- চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার বলেন,আনোয়ারুল নামে জানোয়ার সে গত এক বছর আগে আমার বাড়িতে হামলা চালাই তার দলবল নিয়ে।সে আমার স্ত্রীকে মামলা হামলার ভয় দেখিয়েছে যার কারণে আমার স্ত্রী স্টক করে মারা গিয়েছে।সে আমার বিরুদ্ধে ১৮ টি মামলা করেছেন।আনোয়ারুল হক একজন ফেরাউন,নমরুধ।সে একজন ভোয়া মুক্তি যোদ্ধা,সে মুক্তিযোদ্ধে অংশগ্রহন না করে মুক্তিযোদ্ধা হয়েছে।চট্রগ্রামে তার ৫০/৬০ টি বাড়ি রয়েছে।
উক্ত মামলার তদন্তের সময় মামলা বাদী মোঃ আনোয়ারুল স্ত্রীসহ চিকিৎসার জন্য বিদেশে থাকায় তদন্তের সময় আনোয়ারুল হকের পক্ষে আপন ছোট ভাই জিয়াউল হক সরকার ও হেলাল সরকার ও মনির সরকার বক্তব্যে বলেন ফেইসবুক লাইভে সাবেক ভাইস- চেয়ারম্যান মোশারফ হোসেন আনোয়ারুল হকের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে তার সবি মিথ্যা ও বানোয়াট।
এসময় উপস্থিত কনিকাড়া গ্রামে কৃতি সন্তান বীর মুক্তিযুদ্ধা কমান্ডার সামছুল আলম শাহন,বীর মুক্তিযোদ্বা সিদ্দিকুর রহমান, হেফজুল বারী, আব্দুল রতন বারী,সাবেক মেম্বার মুর্শিদ মিয়া,সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান,আব্দুল বাতেন সরকার মাহাবুব মুর্শেদ সরকার,জসিমউদদীন সরকার, নজব আলীসহ গ্রামের গন্যমান্যব্যক্তিগন বলেন,আনোয়ার হোসেনের কোনো ৫০/৬০ টি বাড়ি নেই তার একটি বাড়ি আছে।সে জানোয়ার,নমরোধ,ফেড়াউন নয় আনোয়ারুল হক একজন খুবই ভাল মানুষ।গরীব দুঃখি মানুষ কে সাহায্য সহযোগীতা করে থাকে।তিনি একজন বীর মুক্তিযোদ্ধা,
তার মুক্তিযোদ্ধা নম্বর ৬৮৯৩।
এবিষয়ে জানতে চাওয়া হলে সাবেক ভাইস- চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার বাংলাপ্রেসকে বলেন, আমার সাথে আনোয়ারুল হকের দীর্ঘ দিন ধরে যায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছে।সে সমাধান করে নি বরং আমার বিরুদ্ধে আনোয়ারুল হক ১৮ টি মামলা করেছে।আমার বাড়িতে তার দলবল নিয়ে হামলা করেছে,আমার সদ্য বিবাহিত স্ত্রী মারা গিয়েছে ব্রেন স্টক করে তাদের মামলা হামলার ভয়ের কারণে।তাই ফেসবুক লাইভে এসে তাকে নিয়ে মন্তব্য করেছি।আমার বিরুদ্ধে নাকি আইসিটি মামলা করেছে সেই মামলার সম্পর্কে আমি জানি না। আমি নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইফুদ্দিন আনোয়ার মহোদয়ের সাথে কথা বলেছি তিনিও বলেছেন এই মামলার বিষয়ে তিনিও কিছু জানেন না।
বিপি>আর এল