বাংলাপ্রেস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠে রয়েছে আওয়ামী লীগ। জেলা-উপজেলা পর্যায়ে সাংগঠনিক সম্মেলন ও সমাবেশ করার জন্য সক্রিয় রয়েছেন সংশ্লিষ্ট জ্যেষ্ঠ নেতারা। দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের চাঙা রাখতে এবং গণমানুষের সঙ্গে সখ্য বাড়াতে এবার সরাসরি যোগ হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচনের আগে জেলা ও বিভাগীয় সমাবেশে সশরীরে উপস্থিত থেকে নির্বাচনী বার্তা দেবেন দলীয় সভাপতি। সর্বশেষ কার্যনিবাহী সভায় এই ইঙ্গিত দিয়েছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ও বিভাগীয় শহরগুলোতে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ ডিসেম্বর (সম্ভাব্য তারিখ) চট্টগ্রামে একটি সমাবেশে তার যোগ দেওয়ার কথা। বিশেষ করে যেসব জেলায় দীর্ঘদিন তিনি সফর করতে পারেননি; সেসব জেলা প্রাধান্য দেওয়া হবে। জাতীয় নির্বাচনের আগে দলের তৃণমূল পর্যায়ে বিশেষ বার্তা দেবেন তিনি। দলের ত্যাগী, পরীক্ষিত ও পদবঞ্চিত কর্মীদের করা হবে উজ্জীবিত। কোন জেলায় দলের কী অবস্থা, তা আমলে নিয়ে দেবেন বিশেষ বার্তা।
দলীয় সূত্রগুলো জানায়, সভাপতির এ ধরনের সফরে নেতাকর্মীদের পাশাপাশি ভোটারদের সঙ্গে দলের ঘনিষ্ঠ সেতুবন্ধ তৈরি হবে বলে মনে করছেন উচ্চপর্যায়ের নেতারা। তার এই সম্ভাব্য সফর ঘিরে ইতোমধ্যে দলের মধ্যে কাজ শুরু হয়ে গেছে।
বিপি>আর এল