বাংলাপ্রেস, ঢাকা: সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ উপনির্বাচনে তার ছেলে শাহদাব আকবর চৌধুরী জয়ী হয়েছেন ।
শনিবার (৫ নভেম্বর) রাতে মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে পাঠানো ফলাফল শিট থেকে এই তথ্য জানা যায়।
ফলাফল শিট থেকে জানা যায়, ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৪৭২। এর মধ্যে ভোট দিয়েছেন ৮৩ হাজার ৬৯০ জন। ভোট পড়ার হার ২৬ দশমিক ২৪ শতাংশ। এরআগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আর ১ হাজার ৫২টি সিসিটিভির মাধ্যমে ঢাকার নির্বাচন ভবন থেকে তা পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ সেপ্টেম্বর সাজেদা চৌধরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।
বিপি>আর এল