Home বাংলাদেশঢাকা নবীনগরের কাউন্সিলর নিলুফার নামে সংবাদ প্রকাশে জনমনে ক্ষোভ

নবীনগরের কাউন্সিলর নিলুফার নামে সংবাদ প্রকাশে জনমনে ক্ষোভ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবিনা ইয়াসমিন পুতুল ষড়যন্ত্র মূলক মিথ্যা নিউজ করার অভিযোগ পাওয়া গেছে।

নিলুফা ইয়াসমিন তার নির্বাচনী এলাকায় একজন স্বজ্বন জনদরদী জনপ্রিয় সংরক্ষিত কাউন্সিলর হিসেবে পরিচিত।তিনি করোনা কালীন সময় থেকে অদ্যাবদি এলাকার জনগণের সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছে।নিলুফা ইয়াসমিন এর বিরুদ্ধে জাতীয় তিনটি পত্রিকায় নিউজ হয় সেখানে উল্লেখ করা হয় তার পিতার মুক্তিযুদ্ধের গেজেট নং ৩৭৯৮।প্রকৃতপক্ষে ওনার গেজেট হল ৬৪৯।জাতীয় পরিচয় পত্র অনুযায়ী নিলুফা ইয়াসমিন এর জন্ম ১৯৭১ সালের ৩ রা মার্চ।নিলুফা ইয়াসমিন বীর মুক্তিযোদ্ধা শহীদ ওয়াহিদুজ্জামান এর এক মাত্র কন্যা হিসেবে বৈধ ভাবে রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করছেন।

নিলুফা ইয়াসমিনের মা সুরাইয়া খাতুন মমতাজের সাথে যোগাযোগ করলে তিনি বলেন নিলুফা আমার ১ম স্বামী বীর মুক্তিযোদ্ধা শহীদ ওয়াহিদুজ্জামান এর এক মাত্র সন্তান।আমার ১ম স্বামী মুক্তিযুদ্ধে শহীদ হলে ২য় স্বামী রহিম সাহেবের সাথে আমার বিয়ে হয়।আমার ২য় স্বামী রহিম নিলুফা কে সন্তান হিসাবে লালন পালন করেছে।

রহিম মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন নিলুফা ইয়াসমিন আমার স্ত্রীর প্রথম পক্ষের স্বামী বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান এর কন্যা।নিলুফা ইয়াসমিন এর সন্তান সাথীফ হাসান তপু নবীনগর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করছেন। নিলুফা ইয়াসমিন নিজেও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।তিনি মহিলা আওয়ামী লীগ নেত্রী।তিনি তার সকল বক্তব্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে শেষ করেন।

নিলুফা ইয়াসমিন বলেন,আমার এস,এস,সি পরীক্ষার এডমিট কার্ডে পিতার নাম ভুল হওয়ায় আমি স্কুল অফিসে যোগাযোগ করলে অফিস জানাই রাত পোহালে পরীক্ষা এখন অল্প সময়ে কিছু করা সম্ভব নয়,এখন পরীক্ষা দাও পরে সংশোধন করতে হবে।পরে আমি পড়াশুনা না করার কারণে এটাকে সংশোধন করা হয় নি।আমি এই সার্টিফিকেট দিয়ে কোন রাষ্ট্রীয় সুবিধা নেইনি।তিনি আরো বলেন,আগামী পৌর নির্বাচনে ৭১ এর বির্তকিত ভূমিকা পালন কারি নশু রাজাকারের মেয়ে পতুল আমার সাথে প্রতিদ্বন্দ্বী ছিল,সে নির্বাচনে পরাজি হয়।আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার নামে মিথ্যা অভিযোগ ও মিথ্যা তথ্য দিয়ে নিউজ করিয়েছে সে,যার কোন ভিত্তি নেই।আমাকে নিয়ে মিথ্যা অভিযোগ করায় আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।এ দিকে আমার নির্বাচনী এলাকায় এসব মিথ্যা নিউজ করায় জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।তারা প্রতিবাদ মিছিল করতে চাচ্ছে,আমি শান্ত থাকতে ও প্রতিবাদ মিছিল না করতে অনুরোধ করেছি।আমি মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় কে অবগত করেছি,তিনি আমাদের অভিভাবক তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আমি বিশ্বাস করি।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী