সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ দীর্ঘ আট বছর পর আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর। সাজ সাজ রব বিরাজ করছে সর্বত্র। নেতৃত্বে আসছেন কারা তা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।
তৃণমূল নেতা-কর্মীরা বলছেন, পদ ও মনোনয়ন বাণিজ্যকারীদের বাদ দিয়ে নতুন কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। কমিটিতে নারী নেতৃত্বকেও প্রাধান্য দেওয়ার দাবি উঠেছে। তাহলেই জেলার চারটি আসনে নৌকার বিজয় সম্ভব হবে বলে মনে করছেন তৃণমূলের নেতা-কর্মীরা। জানা যায়, জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৫ সালের ৩ মার্চ।
ওই সময়ে গোলাম ফারুক পিঙ্কুকে সভাপতি ও অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ আট বছর পর এ সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ নভেম্বর। জেলা স্টেডিয়াম মাঠে এ সম্মেলনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সম্মেলনের উদ্বোধক হিসেবে থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া
বিপি>আর এল