মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: “রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের শারীরিক সুস্থতার লক্ষ্যে মাসব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত”
রাজশাহী জেলা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিল শেডে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের শারীরিক সুস্থতার লক্ষ্যে মাসব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি।
বিশেষ অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, এনডিসি , বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপাল আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম , আরএমপির পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল , রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), এমসিএ এর প্রাক্তন মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাদী, প্রাক্তন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল , রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল , রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, রাজশাহী জেলার মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহাদুল হক মাস্টার।
বাংলাদেশ পুলিশের মুক্তিযোদ্ধাসহ রাজশাহীর মোট ৪৫০ জন বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করা হয় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধাগণদের সংবর্ধনার পাশাপাশি রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে তাঁদের শারীরিক সুস্থতার লক্ষ্যে মাসব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মাসব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেন ও তাঁদের শারীরিক অবস্থাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
বিপি>আর এল