নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে লুন্ঠিত আনসার সদস্যদের অস্ত্র-গুলি উদ্ধার, ১০ ডাকাত গ্রেফতার করা হয়েছে।
পুলিশ এ তথ্য প্রকাশ করে জানান, গত ২৬ ডিসাম্বর রাত্র ১০টার দিকে নরসিংদী বড় বাজার বনিক সমিতির আনসার ক্যাম্প হইতে প্রতিদিনের ন্যায় ৪জন আনাসার সদস্য তাদের নামে ইস্যুকৃত ৪টি শর্টগান ও ২০ রাউন্ড গুলি নিয়ে নরসিংদী বড় বাজারের নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলো।
এসময় ডিউটি চলাকালিন সময় ২৭তারিখ ডিসাম্বর রাত অনুমান দেরটার সময় নরসিংদী বড়বাজারস্থ পিয়াজ-পট্টির কাছে পৌছিলে ১৭/১৮ জন দুস্কৃতিকারী তাদেরকে বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ২জন আনাসার সদস্যদের নিকট হতে ২টি শর্টগান ও ১০ রাউন্ড গুলি নিয়ে আনাসার সদস্যদের দুই হাত পিছনে বেধে রাখে বেরিবাধ দিয়ে চলে যায়।
পরবর্তীতে উক্ত বিষয়ে লুৎফর নাহার লতিফা ভারভাপ্ত আনাসার ভিডিপি কর্মকর্তা নরসিংদী সদর উপজেলা বাদী হয়ে নরসিংদী মডেল থানার মামলা নং-৪২, ২৮/১২/২০২২ তারিখ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।
ঘটনার পরপরেই নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম পিপিএম মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, নরসিংদী জনাব অর্নিবান চৌধুরী এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, নরসিংদী জনাব মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে নরসিংদী, মুন্সিগঞ্জ, ব্রাহ্মনবাড়ীয়া, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট, খুলনা জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচলনা করিয়া অন্তঃ জেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেন এবং আনসার সদস্যদের লুন্ঠিত অস্ত্র ও গুলি ডাকাত মিজান এর মামার বাড়ী হইতে উদ্ধার করতে সক্ষম হয়।
অন্ত:জেলা ডাকাতদলের গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, ১। আনোয়ার দেওয়ান (৪২), ২। মোঃ দেলোয়ার খলিফা (৩৭) ৩। মোঃ কালু হাওলাদার (৩৮) ৪। মোঃ ফরিদ হাওলাদার (৪৫) ৫। মোঃ ফারুক খা (২১) ৬। শেখ আল মামুন (৩২) ৭। আনোয়ার হোসেন (৫৭) ৮। মোঃ শফিকুল ইসলাম (২৭) ৯। মতি খলিফা (৪৮) ১০। মোসাঃ আলেয়া বেগম (৪৫)।
উদ্ধারকৃত আলামতের বর্ণনা-১। ০২ টি শর্টগান ২। ০২ রাউন্ড গুলি।
বিপি/কেজে