Home বাংলাদেশরাজশাহী নৌকার বিপক্ষে না যেতে কোরআনে হাত রেখে শপথ করালেন এমপি

নৌকার বিপক্ষে না যেতে কোরআনে হাত রেখে শপথ করালেন এমপি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: নৌকার পক্ষে থাকতে কোরআনে হাত রেখে জনপ্রতিনিধিদের শপথ করিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে তিনি জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে এই শপথ করিয়েছেন। এ সময় তিনি নিজের মোবাইলে পবিত্র কোরআনে হাত রেখে শপথ করার দৃশ্যগুলো ভিডিও করে রাখেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরালও হয়েছে। যা নিয়ে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, পবিত্র কোরআন শরীফে হাত নিয়ে জনপ্রতিনিধিরা বলছেন, আজকে আমি পবিত্র কোরআন নিয়ে বলছি। প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনোদিন যাবে না। গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্দেশনা অনুযায়ী দলীয় সকল কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ। নৌকার সঙ্গে বেইমানি করবো না।

কোরআন ছুঁয়ে শপথের বিষয়টিও স্থানীয় জনপ্রতিনিধি ও ওই আসনের কয়েকজন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বীকার করেছেন। তারা বলছেন, আমরা শেখ হাসিনার পক্ষে থেকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করবো এটাই আমাদের ওয়াদা। এখানে কেউ কাউকে জোর করেনি।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী