সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ঘর,ল্যাট্রিন ও নলকূপ মেরামত এবং জীবিকায়নের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে কারিতাস সিলেট অঞ্চলের আওতায় জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ও ৪নং সাচনা বাজার ইউনিয়নে বাস্তবায়িত বাংলাদেশের উত্তর পূবার্ঞ্চলে বন্যা-২০২২-এ ক্ষতিগ্রস্ত জনগনের মাঝে জরুরী পূনবার্সন ও পূনর্গঠন সহায়তা প্রকল্পের পক্ষ থেকে তৃনমূল পযার্য় হতে এবং জনগনের মতামতের ভিক্তিতে নিবার্চিত ১নং বেহেলী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারে ঘর মেরামত বাবদ ১ম দফায় ২,৫০,০০০/-টাকা,২৫টি পরিবারে ল্যাট্রিন ও নলকূপ মেরামত বাবদ ১ম দফায় ১,২৫,০০০/-টাকা এবং ৬৩টি পরিবারে জীবিকায়ন বাবদ ৪,৪১,০০০/-টাকা (সম্পূর্ন) মোট ৮,১৬,০০০/-টাকা এবং ৪নং সাচনা বাজার ইউনিয়নে ১০টি পরিবারে ঘর মেরামত বাবদ ১ম দফায় ২,৫০,০০০/-টাকা ,২৫টি পরিবারে ল্যাট্রিন ও নলকূপ মেরামত বাবদ ১,২৫,০০০/-টাকা এবং ৬২টি পরিবারে জীবিকায়ন বাবদ ৪,৩৪,০০০/-টাকা(সম্পূর্ন) মোট ৮,০৯,০০০/-টাকা দুই ইউনিয়নে সর্বমোট ১৬,২৫,০০০/-টাকা বিতরণ করা হয় ।উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মাসুক মিয়া, মি: ডানিয়েল ধৃতু স্নাল -কর্মসুচি কর্মকর্তা(ডিএম) ,মি: গৌতম ম্রং- উর্দ্ধতন ও প্রসাশনিক কর্মকর্তা ,মো: আবু তাহের -জুনিয়র কর্মসুচি কর্মকর্তা (ডিএম) কারিতাস সিলেট অঞ্চল,মি: ডেনসিল পঃডুয়েং –জুনিয়র কর্মসুচি কর্মকর্তা (ওখচএই),মি:সুকুমার এস কস্তা মাঠ কর্মকর্তা(ঊজচ) জামালগঞ্জ উপজেলা এবং ১নং বেহেলী ও ৪নং সাচনা বাজার ইউনিয়নের প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য/সদস্যাবৃন্দ প্রকল্পের কর্মীগন উপস্থিত ছিলেন ।
প্রকল্পের সহযোগি উপকারভোগীরা চাহিদা অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের সহযোগিতা পেয়ে কারিতাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজ দায়িত্বে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা প্রতিশ্রুতি প্রদান করেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি চেয়ারম্যান মাসুক মিয়া উক্ত সহযোগিতার জন্য ধন্যবাদ এবং ভবিষৎতে এধরনের কাজ করার জন্য অনুরোধ করে ঘর,ল্যাট্রিন ও নলকূপ মেরামত এবং জীবিকায়নের জন্য নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
বিপি/কেজে