সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও উদ্বাবন, জেন্ডার বৈষম্য নিরসন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে আন্তজাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বুধবার সকাল ১১ সাচনাবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে ইউনিয়ন পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আয়োজনে বিকশিত নারী নেট ওয়ার্ক ইউনিয়ন কমিটি ও সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিকশিত নারী নেট ওয়ার্ক কমিটির সভাপতি কল্পনা আক্তার। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ এর সঞ্চালনায়। প্রধান অতিথি সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মাসুক মিয়া। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা কন্যা শিশু কমিটির সহ সভাপতি শাহানা আল আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মোঃ রইসুজ্জামান, প্রধান শিক্ষক রেনুকারানী রায়, ভিডিটির সভাপতি মঞ্জুরুল হক আফিন্দী, সুজন এর সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, ইউপি সদস্য রাকিবা খাতুন, রাবিয়া খাতুন, ইউপি সদস্য ছমির উদ্দিন, জয়নাল আবেদিন, মানিক মিয়া, আতাউর রহমান, নারীনেত্রী জাহানারা, কাজল, উজ্জীবক উসমান গনি, গফ্ফার, গোলাম আজম, শিক্ষক পারভীন আক্তার, সেবক সরকার, প্রমূখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গন্যমান্য ব্যক্তি রীতা রানী, শান্তরায়, তন্ময় তালুককদার, ইকবাল হোসেন, সাইফুল আলম, ইয়ুথ বাবুল চন্দ্র দাশ, রুহি আক্তার, শাহ জামাল, টিটু তালুকদার, মিথিলা, সুব্রত চৌধুরী, জনি, জবা, ভিডিটির সদস্য পারভীন, ছাবিকুন নাহার, জিয়াউর রহমান, লিমন, শিবলী প্রমুখ।
বিপি/কেজে