Home বাংলাদেশসিলেট জামালগঞ্জ সাচনা বাজারে জলবায়ুর প্রভাব নিয়ে আলোচনা সভা

জামালগঞ্জ সাচনা বাজারে জলবায়ুর প্রভাব নিয়ে আলোচনা সভা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: নারীর জীবনে জলবায়ুর প্রভাব: ঝুঁকি মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর শুভ উদ্বোধন করেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মাসুক মিয়া।
সোমবার বিকশিত নারী নেটওয়ার্ক সাচনা বাজার ইউনিয়ন কমিটির উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ হলরুমে নারী নেত্রীর ফলোআপ সভায় এ বিষয়ে আলোচনা করা হয়।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের নারীর ক্ষমতায়ন ইউনিট এর শাহীনা আক্তার। সার্বিক সহযোগিতায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের সাইফ উল্লাহ ও মোজাম্মেল হক।

সভায় জলবায়ু পরিবর্তন কী, জলবায়ু পরিবর্তনের কারণ, মানুষ পরিবেশ ও প্রকৃতির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে যা ঘটতে পারে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে সকল সংকট তৈরী হবে বলে বিজ্ঞানীরা মনে করছেন, বৈশিক প্রেক্ষাপটে নারীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট এবং বাংলাদেশে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সংকট মোকাবেলায় আমাদের করণীয় বিষয়ে গ্রুপ ওয়ার্ক করে করণীয় নির্ধারণ করা হয়। এতে অংশ নেন, সাচনা বাজার ইউনিয়নের নারী নেত্রী মনোয়ারা, জোসনা, কল্পনা, রাবিয়া, জাহানারা, কাজল, সাহেদা, লুৎফা, ভীমখালী ইউনিয়নের নারী নেত্রী রহিমুন, হনুফা, গোলাপ জান, রাহেলা, রিপা, শিরিনা, ফুল নেছা প্রমূখ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী