Home বাংলাদেশসিলেট সুনামগঞ্জে সচেতনা মূলক পথ নাটক অনুষ্ঠিত

সুনামগঞ্জে সচেতনা মূলক পথ নাটক অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সচেতনা মূলক পথ নাটক অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুরে পৌর সভায় মুক্ত মঞ্চে সচেতনতা মূলক পথ নাটক অনুষ্টিত হয়।
সামাজিক সম্প্রীতি প্রচারাভিযান Social Harmony Campaign ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ কর্তৃক আয়োজিত দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় নাটক (সম্প্রীতি ) পথ নাটক মঞ্চস্থ হয়েছে। পথ নাটক ও ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ সিলেট রিজিওন এর আঞ্চলিক সমন্বয়কারী মো: তামিম রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী তাজকিরা হক তাজিন সহ সুনামগঞ্জ জেলার সকল ইয়ূথ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদ মিনার প্রাঙ্গণে সচেতনা মূলক সামাজিক সম্প্রীতি প্রচারাভিযানে প্রধান অতিথি সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত বলেন, সন্ত্রাস নয়, শান্তির সমৃদ্ধি দেশ গড়তে হলে ঐক্যের বাংলাদেশ গড়তে হবে। দেশ ও দেশের মানুষকে ভালবাসুন, সংঘাত এড়িয়ে চলুন, দেশে শান্তি ফিরে আসবে। আসুন সবাই মিলে সামাজিক সম্প্রীতির দেশ গড়ি।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী