Home বাংলাদেশসিলেট জামালগঞ্জে সাচনাবাজারে উচ্ছেদ অভিযান

জামালগঞ্জে সাচনাবাজারে উচ্ছেদ অভিযান

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট ভেঙে দিলেন উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ রানা ও সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

জামালগঞ্জ ভূমি অফিসের সার্ভেয়ার এডি এম রুহুল আমিন জানান, সাচনা বাজারে নবনির্মিত দেবল চৌধুরী মার্কেটের ৫২৩ নং দাগের ১নং খতিয়ানে ০.০১৫৫ একর এবং ৫২৪ নং দাগের ০.০০৫০ একর দোকান ভিটের মাঝে ৪১০ দাগের ২৩ ফুট যাহা আরএস ছুট দাগে ২ শতাংশসহ মোট ৪ শতাংশ ৫ পয়েট সরকারি খাস খতিয়ানের জায়গায় প্রশাসনের বিনা অনুমতিতে পাকা স্থাপনা নির্মান করেন। ২ টি দাগে মোট ৪ শতাংশ ৫ পয়েট জায়গা সরকারি অনুমতি বা বন্দোবস্ত ব্যতিত স্থায়ী মার্কেট তৈরি করার কারনেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার প্রশাসনের বিনা অনুমতিতে উক্ত মার্কেটের সামনে থাকা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শতবর্ষী ঐতিহাসিক বটগাছটির বিরাট একটি অংশ মার্কেটের সৌন্দর্যবর্ধনের জন্য কেটে ফেলে মার্কেটের স্বত্বাধিকারী সৈকত ঘোষ চৌধুরী। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন জানতে পেরে কর্তনকৃত গাছের টুকরাগুলো জব্দ করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা জানান, সরকারি খাস ভূমিতে অবৈধ স্থাপনা নির্মান করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী