Home আন্তর্জাতিক সিরিয়ায় মিলিটারি একাডেমিতে ড্রোন হামলা, নিহত ১১০

সিরিয়ায় মিলিটারি একাডেমিতে ড্রোন হামলা, নিহত ১১০

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: সিরিয়ার একটি মিলিটারি একাডেমিতে ড্রোন হামলায় অন্তত ১১০ জন লোক নিহত হয়েছে। বৃহস্পতিবার একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে সরকার নিয়ন্ত্রিত হোমস শহরে এ হামলার জন্য ‘সন্ত্রাসী সংগঠন’কে দায়ী করা হয়েছে।

সরকারি বার্তা সংস্থা সানা প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় শহর হোমসে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সামরিক একাডেমির স্নাতক অনুষ্ঠানে হামলা করেছে।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ২১ জন বেসামরিক নাগরিকসহ ১১২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১১ জন নারী। এ ছাড়া অন্তত ১২০ জন আহত হয়েছে।

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘোবাশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, প্রাথমিকভাবে ছয় নারী, ছয় শিশুসহ ৮০ জন নিহত এবং প্রায় ২৪০ জন আহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। শুক্রবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে সরকার।

এদিকে ‘বিস্ফোরকবাহী ড্রোন’ দিয়ে হামলা চালানো হয়েছে জানিয়ে সামরিক বিবৃতিতে ‘সম্পূর্ণ শক্তির সঙ্গে জবাব দেওয়ার’ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ড্রোন হামলার বিষয়ে গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী