সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও এই প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে জাতীয় শ্রমিকলীগের ৫৪ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
বৃহস্পতি বার সকাল ১১ টায় ধর্মপাশা উপজেলার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাফায়াত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজু এর সঞ্চালনায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুল রহমান মজুমদার দিলীপ, ধর্মপাশা সদর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুঘলক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ, ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মো: নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক সেলিম আহমেদ তালুকদার, আওয়ামীলীগ নেতা প্রফেসর সারোয়ার জাহান মামুন, সুখাইর উত্তর রাজাপুর ইউনিয়নের যুবলীগ নেতা লিটন আহমেদ শান্ত সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভার পর দোয়া মাহফিল অনুষ্টিত হয়। পরে কেক কেটে ৫৪ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্টিত হইবে।
আমরা দ্বাদশ নির্বাচনে আওয়ামীলীগে সরকার সুনিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে। আবারও চতুর্থ বারের মত এমপি হিসেবে দেখতে চাই সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে। ৫৪ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
বিপি>আর এল