সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গাপূজার উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজিত “শারদীয় দুর্গাপূজা ২০২৩” যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর কান্তি সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, সনাতন ধর্ম্বাবলীর সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা, এই পূজায় প্রচুর মানুষের সমাগম গঠে, যাতে কোন প্রকার অগঠন না ঘটে সেই কারণে প্রশাসন সহ পূর্জা উদযাপন কমিটি সর্থক থাকতে হবে। ধর্ম যারযার আনন্দ সবার, তাই সকলকে দুর্গাপূজায় অংশ গ্রহণ করার জন্য আহবান করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক, বাংলাদেশ আওয়ামীলীগের।
বিপি/কেজে