সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর তায়ীদুল ইসলাম রাহমানিয়া দাখিল মাদরাসার ৪তলা একিডেমিক ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় সদর ইউনিয়নের লক্ষীপুর মাদরাসার মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রতিষ্টানের সভাপতি ফয়জুল আলম মোহন। সহকারী শিক্ষক বজলুর রহমান এর সঞ্চালনায়। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মোঃ মোমতাজ উদ্দিন।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি সুনামগঞ্জের সহকারী নির্বাহী প্রকৌশলী মো: পারভেজ আহমেদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, ওসি দিলীপ কুমার দাস, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, , জামালগঞ্জ নোয়াগাঁও দাখিল মাদরাসার সভাপতি মিছবাহ উদ্দিন, ফতে পুর মাদরাসার অধ্যক্ষ শাছুল হুদা প্রমূখ।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কা প্রতিকে বিজয় করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দ্বাদশ নির্বাচনে বিজয়ী করুন। মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষে আওয়ামীলীগ প্রতিঞ্জাবদ্ধ। আওয়ামীলীগ দেশ ও জনগণের কথা বলে। এমপি রতন আরও বলেন, রাস্তা,ঘাট, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, বিদ্যুৎ, হাসপাতাল, সিমান্তবর্তী রাস্তা, সেতু নির্মাণ সহ লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের উড়াল সেতু, নেত্রকোণা টু সুনামগঞ্জ শেখ হাসিনার উড়াল সেতুর কাজ অব্যাহত রয়েছে। সরকারের ১৫ বছরের উন্নয়ন নিয়ে বিভিন্ন স্থানে মিটিং, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হচ্ছে। আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ঘরে তুলুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
বিপি/কেজে