Home বাংলাদেশসিলেট শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করলেন এমপি রতন

শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করলেন এমপি রতন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মেয়াজ্জেম হোসেন রতন হয়রত শাহজালাল (রা) ও হযরত শাহপরান (রা) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনীর শুভ সুচনা অনুষ্টিত হয়। শুক্রবার দুপুরে ৩৬০ আউলিয়ার দেশ হিসেবে খ্যাত সিলেটে ২ টি মাজার জিয়ারতের শেষে আওয়ামীলীগের নেতা কর্মীদের নিয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মেয়াজ্জেম হোসেন রতন এর নির্বাচনীর শুভ সুচনা অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ নাজেল, আবুল কালাম সরকার, সাংসদ এর পিএস আব্দুর রাজ্জাক পাবেল, জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ নেতা মাহবুবুল আলম বাচ্চু মাস্টার, শ্রমিকলীগের সহ সভাপতি মো: নুরুজ্জামান সহ ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ।
স্বতন্ত্র প্রার্থী ও প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের তিন বারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, মাননীয় প্রধান মন্ত্রী বিশ্বনেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। তারেই ধারাবাহিকতায় আগামী দ্বাদশ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আউলিয়াদের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনের শুভ সুচনা করলাম। আমি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করছি। এমপি রতন আরও বলেন, স্বাধীনতার পক্ষে উন্নয়নের পক্ষে স্বতন্ত্র প্রার্থী আমি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন জনগণের ভালবাসায় শিক্ত হয়েছি। আবারও চতুর্থ বারের মত দ্বাদশ নির্বাচনে জয়ে হয়ে সাধারণ জনগণের ভালবাসায় জয়ী হব ইনশাআল্লাহ। সকলেই আমার জন্য দোয়া করবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী