277
স্টাফ রিপোর্টার: আত্নশক্তি বলিয়ান ব্যক্তি কখনও দারিদ্র হতে পারে না এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্টিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ফলো আপ সভা অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের সমন্বয়কারী মোজাম্মেল হক, সাচনা বাজার ইউনিয়নের সচিব মো: নুরুল আমিন, ইউপি সদস্য রাবেয়া খাতুন, নারীনেত্রী মনোয়ারা বেগম, নারীনেত্রী মমিনা বেগম, নারীনেত্রী ঝরনা আক্তার, নারীনেত্রী রাস্তিয়া বেগম, নারীনেত্রী শিখা রানী চন্দ, নারীনেত্রী শুক্লা রায়, নারীনেত্রী বানী রানী তালুকদার, নারীনেত্রী জোসনা আক্তার, নারীনেত্রী জাহানার, নারীনেত্রী লুৎফা, নারীনেত্রী রাবিয়া, নারীনেত্রী শাহেদ প্রমূখ। বাল্যবিবাহ নিরোধ আইন কি, বাল্য বিবাহ কেন অপরাদ, বাল্য বিবাহের শাস্তি কি, বাল্য বিবাহ নিবন্ধনের শাস্তি, মিথ্যা অভিযোগের শাস্তি, বাল্য বিবাহ রোধ আইন, বিবাহের বয়সের প্রমাণ, কত দিনের মধ্যে বাল্য বিবাহ সংক্রান্ত অপরাধ আমলে নেওয়া যায় সহ বাল্য বিবাহ নিরোধ বিধিমালা ২০১৮ ও বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিপি/টিআই