Home রাজনীতিবিএনপি নিজের জীবনের ওপর লেখা বই উপহার পেলেন খালেদা জিয়া

নিজের জীবনের ওপর লেখা বই উপহার পেলেন খালেদা জিয়া

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর আত্মজীবনীমূলক বই তাকে উপহার দেয়া হয়েছে। প্রয়াত সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ‘বেগম খালেদা জিয়া- হার লাইফ, হার স্টোরি’ বইয়ের বাংলা অনুবাদ করেছেন তার ভাই ড. মাহবুব উল্লাহ। বইটির নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’।

শনিবার (৬ এপ্রিল) গুলশানের ফিরোজায় খালেদা জিয়ার কাছে বইটি হস্তান্তর করা হয়। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. মাহবুব উল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা উপস্থিত ছিলেন। সেসময় সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন তারা।

গত শনিবার (৩০ মার্চ) গভীর রাতে হঠাৎ বমি করেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

 

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী