বাংলাপ্রেস ডেস্ক: লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী বুধবার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরও হয়েছে। । তবে চুক্তির একদিন যেতে না যেতেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের ছয়টি এলাকায় এ হামলা চালানো হয়।
ইসরায়েলের দাবি, দক্ষিণ লেবাননের এসব এলাকায় ‘সন্দেহভাজনদের’ উপস্থিতি দেখতে পেয়ে হামলা চালানো হয়েছে। কেননা, এর মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ লেবাননে ছয়টি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলের ট্যাংক। এলাকাগুলো হলো মারকাবা, ওয়াজানি, কফারচৌবা, খিয়াম, তাইবে ও মারজাইউন। এসব হামলায় মারকাবা এলাকায় দু’জন আহত হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে ৬০ দিন সময় পাবে ইসরায়েলি বাহিনী। এ সময় কোনও পক্ষই একে অপরের ওপর হামলা চালাতে পারবে না।
যুদ্ধবিরতির লক্ষ্য হলো, গত ১৪ মাসের লড়াইয়ে ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকার যেসব বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের নিজ বাড়িতে ফেরার সুযোগ তৈরি করে দেওয়া। এরপরও নিজ দেশের বাসিন্দাদের সীমান্ত এলাকায় না ফেরার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তবে দক্ষিণ লেবাননের বাসিন্দারা নিজ বাড়ি ফিরতে পারেন বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি। সূত্র: রয়টার্স
বিপি/টিআই