Home বিনোদন নিজ বাড়িতেই দুর্বৃত্তদের হামলার শিকার সাইফ আলি খান

নিজ বাড়িতেই দুর্বৃত্তদের হামলার শিকার সাইফ আলি খান

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: নিজ বাড়িতেই দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় মুখ সাইফ আলি খান। প্রাথমিকভাবে জানা গেছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুম্বাই পুলিশের বরাদ দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে সাইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি। ডাকাতির উদ্দেশেই এই হানা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ওই দুষ্কৃতি সাইফকে ছুরি দিয়ে আঘাত করে। পরে গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।

জানা গেছে, ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলি খানে বাড়ি। এই বাড়িতেই থাকেন অভিনেতার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।

প্রাথমিকভাবে জানা গেছে, দুষ্কৃতকারী যখন সে বাড়িতে ঢোকে, সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা এবং তার পরিবারের সদস্যরা।

এরই মধ্যে বান্দ্রা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, সাইফ আলি খান লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এটা স্পষ্ট নয় যে, তাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে, নাকি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী