Home আন্তর্জাতিক এপ্রিল ফুলসে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করল হোয়াইট হাউস

এপ্রিল ফুলসে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করল হোয়াইট হাউস

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

নোমান সাবিত: হোয়াইট হাউস প্রেস রুমে সাংবাদিকদের সঙ্গে এপ্রিল ফুলস দিবসে একটি মজার রসিকতা করেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব টেলর রজার্স লাউড স্পিকারের মাধ্যমে ঘোষণা করেন যে, ‘রাত ৮:৪৭ পর্যন্ত ডিনারের জন্য বিরতি আছে’, যা অপ্রত্যাশিতভাবে দীর্ঘ কাজের রাতের ইঙ্গিত দিয়েছিল।
রজার্স পুনরায় বলেন, ‘রাত ৮:৪৭ পর্যন্ত আপনার ডিনার বিরতি রয়েছে,যা অনলাইনে এক সহকর্মীর শেয়ার করা ভিডিওতে শোনা যায়। আপনার ডিনার উপভোগ করুন’।
কিছুক্ষণ পর, তিনি আবার লাউড স্পিকারে এসে বলেন, ‘শুভ এপ্রিল ফুলস!’ এবং পুরো ঘর হাসিতে ফেটে পড়ে।
রজার্স বলেন, আপনার সন্ধ্যা উপভোগ করুন এবং শুভ মুক্তি দিবসের আগের দিন। প্রেসিডেন্ট ট্রাম্পের ২ এপ্রিলের শুল্ক নির্ধারণের সময়সীমা বলে তিনি উল্লেখ করেন।
এপ্রিল ফুলস দিবসে হোয়াইট হাউসের সদস্যরা সাধারণত কর্মচারী বা প্রেস দলের সঙ্গে হালকা রসিকতা করে থাকে।
২০২১ সালে সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন একটি ফ্লাইট অ্যাটেনডেন্টের সাজে কালো উইগ পরে সাংবাদিকদেরকে ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটনে যাওয়ার ফ্লাইটে আইসক্রিম বার পরিবেশন করেছিলেন। দ্বিতীয় লেডি থাকাকালীন তিনি একবার এয়ার ফোর্স টু-তে একটি ওভারহেড বিনে নিজেকে লুকিয়ে ফেলেছিলেন এবং লাগেজ রাখতে আসা ব্যক্তিকে চমকে দিয়েছিলেন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী