বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফর প্রত্যাখ্যান করে রাজধানীতে হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কেন্দ্রীয় কার্যলয়ের সামনে পুলিশ বেষ্টনীর মধ্যে সকাল থেকেই অবস্থান করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।
তাদের সাথে আরও অবস্থান করছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, অ্যাডভোকেট আবেদ রেজাসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় রিজভী গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ‘গতকাল ভোট লুটের নির্বাচন হয়েছে। এই নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীর কর্মকাণ্ড চালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রকে বহু আগেই কবর দিয়েছে। গতকাল দেশবাসী তাদের সর্বশেষ নমুনা দেখতে পেলো। যে সরকার দিনের ভোট রাতে করে আবার ইভিএমের মাধ্যমে নতুন পদ্ধতিতে ভোট চুরি তাদের কাছে দেশ নিরাপদ নয়। ’
বিপি/কেজে