Home রাজনীতিবিএনপি করোনা মোকাবেলায় সর্বদলীয় বৈঠকের জন্য খালেদা জিয়াকে মুক্তি দিন : বিএনপি

করোনা মোকাবেলায় সর্বদলীয় বৈঠকের জন্য খালেদা জিয়াকে মুক্তি দিন : বিএনপি

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাস মোকাবেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করার আহ্বান জানিয়েছে অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি।

আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে করোনাভাইরাসের প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু সর্বদলীয় বৈঠকে বসে জাতি যে দুর্যোগের মধ্যে আছে তা মোকাবিলার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

দুদু বলেন, স্বাস্থ্য সংস্থা সারাবিশ্বে করোনাভাইরাসকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। চীনে যদিও একটু উন্নতির দিকে লক্ষ্য করা যাচ্ছে তবে ইউরোপের দেশগুলোতে ভয়াবহ ধারণ করেছে। তবে বাংলাদেশের পরিস্থিতি সন্তোষজনক এটা বলা যাবে না। করোনাভাইরাস এখনো সারা দেশে ছড়িয়ে পড়ে নাই। তাই এক সপ্তাহের জন্য স্কুল-কলেজগুলো বন্ধ দিয়েপরিস্থিতি পর্যবেক্ষণ করা হোক। ‘করোনা সংক্রমণের প্রকৃত তথ্য সরকার গোপন করছে’

এদিকে, শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দলীয় লিফলেট বিতরণকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশে করোনা ভাইরাসে সংক্রমণের প্রকৃত তথ্য সরকার গোপন করছে। অবস্থা দেখে মনে হচ্ছে, প্রাণঘাতী এই করোনা ভাইরাস নিয়ে সরকারের কোনো মাথাব্যথা ও দায়িত্ববোধ নেই।

রিজভী বলেন, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে যদি করোনা ভাইরাস ছড়াতে পারে তো বাংলাদেশ কী এর বাইরে যাবে? বাংলাদেশ এমনিতেই জনবহুল দেশ। সুতরাং সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে শুধু লিপ সার্ভিস দিচ্ছে। এই মুহূর্তে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করে ব্যাপক প্রচারণা চালানো জরুরি। তা না হলে কঠিন এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী