Home Uncategorized করোনায় আক্রান্তে রাশিয়াকে টপকে শীর্ষ তিনে ভারত

করোনায় আক্রান্তে রাশিয়াকে টপকে শীর্ষ তিনে ভারত

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে এবার রাশিয়াকেও পেরিয়ে গেছে ভারত। শীর্ষ আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান এখন তৃতীয়। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল নাগাদ ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৮৩৪। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৭০০ জনের। আর এখন পর্যন্ত রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ২৫১ জন।
বিশ্বে যেসব দেশে করোনা ভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে তার মধ্যে ভারত একটি। রবিবার টানা নবম দিনের মতো ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) পরিচালক ডা. রণদীপ গুলেরিয়া এনডিটিভিকে বলেন, ভারত কোভিড-১৯ এর চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

শনিবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণে রেকর্ড বৃদ্ধির কথা জানিয়েছে। সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় ২ লাখ ১২ হাজার ২৩৬টি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। পৃথিবীজুড়ে করোনা সংক্রমণের দিক দিয়ে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে ব্রাজিল।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী