Home Uncategorized তেঁতুলিয়ার সীমান্ত পথসহ চোরাকারবারী ঠেকাতে সক্রিয় রয়েছে পুলিশ

তেঁতুলিয়ার সীমান্ত পথসহ চোরাকারবারী ঠেকাতে সক্রিয় রয়েছে পুলিশ

by Dhaka Office
A+A-
Reset

হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে: সামনে আসন্ন পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহার কোরবানীকে লক্ষ্য রেখে তেঁতুলিয়ার বিভিন্ন সীমান্তপথে অবৈধভাবে আসতে শুরু করেছে গরু। এক শ্রেণির চোরাকারবারিরা অবৈধভাবে গরু আনতে সক্রিয় হয়ে উঠেছে চক্রটি। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাটগুলোতে উঠতে শুরু করেছে কোরবানীর গরু।

উপজেলার পশু বিক্রয়ের হাটগুলোতে প্রথমদিকে দেশীয় গরু উঠলেও এখন ক্রমশ বাড়ছে ভারতীয় গরুর সংখ্যা। গত ৪ জুলাই উপজেলার দেবনগরের নন্দগছ এলাকার সীমান্ত পথ ব্যবহার করে ভারত থেকে আসা ২৮টি ভারতীয় গরু আটক করেছে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ। তবে গরু চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করেছে। উদ্ধার গরুগুলো ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আনা হয়েছে বলে দাবি পুলিশের।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-ভারপ্রাপ্ত) আবু সাঈদ চৌধুরী জানান, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে তেঁতুলিয়ার বিভিন্ন সীমান্তে চোরাকারবারিরা সক্রিয় হতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেবনগরের নন্দগছ এলাকার বিভিন্ন স্থান হতে ছোট বড় ২৮টি ভারতীয় গরু উদ্ধার করেছি। গরুগুলো এখন থানা হেফাজতে রয়েছে।

সংশ্লিষ্ট চোরাকারবারিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গরুগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।সেই সাথে সীমান্তপথসহ চোরাকারবারিদের অপরাধ ঠেকাতে পুলিশ বাহিনীকে সক্রিয় রাখা রয়েছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী