বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ ২০ তম বর্ষে পদার্পণ করল। ২০০১ সালের ৮ জুলাই জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাশ হয়।
বশেমুরবিপ্রবি দিবস ২০২০ উপলক্ষে মাননীয় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে এবং দেশবাসীকে তার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন ৷ এবারের বশেমুরবিপ্রবি দিবস একটু ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে করোনা পরিস্থিতির কারণে।
বিশ্ববিদ্যালয় দিবস পালনের জন্য ২০১২ সালের ১৪ জুলাই রিজেন্ট বোর্ডের ৭ম সভায় প্রতিবছর ৮ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই বিভিন্ন প্রতিবন্ধকতার স্বীকার হয়ে আসছিল। ২০০১ সালের ১৩ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কিন্তু ২০০১ সালের ২১ জুলাই তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক প্রকল্প স্থগিত ঘোষণা করা হয় এবং ২০০২ সালের ১৫ এপ্রিল প্রকল্পটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে তৎকালীন চার দলীয় জোট সরকার।
২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠন করলে ওই বছর নভেম্বরে স্থগিত প্রকল্পটি পুনরায় চালু হয় এবং ২০১০ সালের ২০ জানুয়ারি বশেমুরবিপ্রবি আইন ২০০১ বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় এসআরও জারি করে। ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে বশেমুরবিপ্রবির শিক্ষা কার্যক্রম শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ক্যাম্পাস ও একাডেমিক কার্যক্রম উদ্বোধন হয় ১৯ জানুয়ারি ২০১৩ সালে। বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য ছিলেন অধ্যাপক ড. এম. খায়রুল আলম।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান বলেন, “বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জরী কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে রূপকল্প ২০২১ ও ২০৪১ বিনির্মাণের পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যয় ব্যক্ত করি। মেধাবী প্রজন্ম তাদের মেধা, সৃষ্টিশীলতা আর মানবিক-নৈতিক মূল্যবোধ ও চেতনায় ভবিষ্যৎ বাংলাদেশকে আরো উন্নত ও সমৃদ্ধশালী করে তুলবে বলে আমার বিশ্বাস।”
এছাড়াও তিনি করোনা পরিস্থিতির জন্য সকলকে ধৈর্য ধরার আহবান জানান এবং জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা গবেষণায় দেশের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশেষ ভূমিকা রাখবে বলে আশাব্যক্ত করেন।
বিপি/আর এল