আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে সিভিল সোসাইটি ফোরাম গঠন ও পরবর্তী কার্যক্রম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯জুলাই) সকাল ১১টায় ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন জানো প্রকল্প, ইএসডিও। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান এর সভাপতিত্বে অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,মটুকপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইসমত আরা, মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার হীরালাল বিশ্বাস, ফিল্ড অফিসার আবু আনিস (স্কুল), রোকশানা বেগম (অপারেশন), ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাদুজ্জামান হিল্লোল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক প্রমূখ বক্তব্য রাখেন। পরে সকলের সম্মতিক্রমে সোসাইটি ফোরামের কমিটি করা হয়।
এতে ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু সভাপতি, মটুকপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইসমত আরা ও সাবেক শিক্ষক আবু হোসেনকে সহ-সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজকে সদস্য সচিক করে ১৫সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে শিক্ষাবিদ, সমাজ সেবী, সংবাদিক,কিশোর-কিশোরী, সিএসসি সদস্য, সিএসএ-সান/রাইট টু ফুড ফোরামের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও মহিলা পরিষদ ফোরামের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিপি/আর এল