বাংলাপ্রেস ডেস্ক: রিজেন্ট হাসপাতাল এবং গ্রুপের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে র্যাবের কমপ্লেন সেলে একদিনে ৯২ অভিযোগ এসেছে।
র্যাবের তথ্যমতে ভুক্তভোগীর কাছ থেকে সাহেদের প্রতারণার বিষয়ে তথ্য আহ্বানের পর থেকে অভিযোগগুলো আসা শুরু করে। র্যাবকে তথ্য জানিয়ে সহায়তা চাচ্ছেন অনেকেই।
এর আগে শুক্রবার (১৭ই জুলাই) বিকালে সংবাদ সম্মেলনে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের প্রতারণার অভিযোগ জানাতে হটলাইন চালু করেছে র্যাব।
ভুক্তভোগীরা ০১৭৭৭-৭২০-২১১ নম্বরে ফোন করে অথবা [email protected] এই আইডিতে অভিযোগ জানাতে পারবেন। এরই পরিপেক্ষিতে র্যাবের কমপ্লেন সেলে সাহেদের বিরুদ্ধে একদিনে ৯২ অভিযোগ জমা হয়েছে।
বিপি/আর এল