ফরিদপুর থেকে সংবাদদাতাঃ ফরিদপুর শহর রক্ষা বাঁধের সাদিপুর এলাকায় ৫০ মিটার ভেঙে গেছে। রোবাবার সকালে বাঁধ ভেঙে তীব্র বেগে পানি ঢুকে শহরতলীর লোকালয় প্লাবিত হয়েছে।
এছাড়াও জেলা সদর থেকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় যাওয়ার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাঁধ ভাঙার পর পানির তোড়ে বিদ্ধস্ত হয়েছে ৫-৬টি বসত বাড়ি, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। এদিকে গত ১২ ঘণ্টায় ফরিদপুরের পদ্মার পানি ১ সে: মি: কমে রোববার সকালে বিপদসীমার ১০৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
শহর থেকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় যাওয়ার সড়টির কয়েকস্থানে পানিতে নিমজ্জিত রয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, জেলার ৩০টি ইউনিয়নে ২০ হাজার পরিবার এখন পানিবন্দি হয়ে রয়েছে। তাদের জন্য শুরু হয়েছে সরকারি খাদ্য সহায়তা বিতরণ। এছাড়াও জেলা সদর থেকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলার প্রধান সড়কটি চলাচলের উপযোগী করতে সড়ক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিপি/আর এল