বাংলাপ্রেস ডেস্ক: কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবারে ঢাকায় গরুর কাঁচা চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা, আর ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা। সকালে ভার্চুয়াল সভায় এই দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এবার ঢাকায় ছাগলের চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ১৭ টাকা এবং ঢাকার বাইরে ১৩ থেকে ১৫ টাকা। করোনা মহামারিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
এই দাম সবার জন্য সহনীয় হবে বলেও আশা তার। সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এই দাম নির্ধারণ করা হয়েছে বলেও জানান টিপু মুনশি।
বৈঠকে ব্যবসায়ীরা এই দামকে স্বাগত জানান। চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য কোরবানির পরপরই সংশ্লিষ্টদের চামড়ায় লবন লাগানোর আহবান জানান তারা। গতবারের তুলনায় এবারে চামড়ার দাম ৩০ ভাগ কমেছে।
বিপি/আর এল