বাংলাপ্রেস ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার বিষয়টি তিনি নিজেই এক টুইট বার্তায় জানিয়েছেন।
এক টুইট বার্তায় তিনি বলেন, ‘অন্য আরেকটি কারণে আমি হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে পরীক্ষা করে আজ দেখা যায়, আমি কোভিড পজিটিভ। আমি অনুরোধ করব, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন শেষ এক সপ্তাহে তারা যেন নিজেদের পরীক্ষা করান এবং নিজ থেকেই আইসোলেশনে থাকেন।’
সাবেক রাষ্ট্রপতির করোনায় আক্রান্তের খবরে অনেকে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে লিখেছেন, “নিজের যত্ন নিন। আপনার দ্রুত আরোগ্য ও সুস্থ শরীরের প্রার্থনা করছি।”
দিল্লি কংগ্রেসের প্রাক্তন প্রধান অজয় মাকেন লিখেছেন, “আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।
দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল লিখেছেন, “আমি আশাবাদী উনি দ্রুত এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন।” কর্নাটক কংগ্রেসের পরিচিত মুখ ডিকে শিবকুমার লিখেছেন, “প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্যের প্রার্থনা করি।”
ভারতে অব্যাহত করোনা ভাইরাসের দাপট। এপর্যন্ত ওই মারণ রোগের কবলে পড়েছেন দেশের ২২ লাখেরও বেশি মানুষ।
ইতিমধ্যেই মোট ৪৪,৩৮৬ জনের প্রাণ কেড়েছে করোনা। তবে আশার কথা এটাই যে, এদেশে কোভিড-১৯ থেকে সুস্থতার হার এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৯% শতাংশে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২,০০০ এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ১৫.৩ লাখের বেশি কোভিড রোগী সুস্থ জীবনে ফিরে গেছেন। সোমবার সকালে করোনা থেকে পুনরুদ্ধারের হার ৬৯.৩৩ শতাংশ।
এই নিয়ে টানা চতুর্থ দিন ভারত ৬০,০০০ এরও বেশি মানুষের শরীরে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ালো। দেশটিতে ১০ লাখ করোনা আক্রান্ত থেকে ২০ লাখে পৌঁছতে মাত্র ৩ সপ্তাহ সময় নেয় কোভিড-১৯।
বিপি/আর এল