জাকির হোসেন সুমন, ইতালি থেকে : প্রতি বছরের ন্যায় ইতালী ত্রেভিজো বাংলা স্কুলের গ্রীল পিকনিক অনুষ্ঠিত হয়।গত রবিবার পর্যটন এলাকা লাগো দি মিস এবং পাহাড়ী ঝরনার মনোরম প্রাকৃতিক ভূস্বর্গে কাস্কাতে সোফিয়া তে এ আয়োজন করা হয় ।
পৃথিবীর বুকে আছড়ে পরা মহামারি করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন লক ডাউনে থেকে জীবন স্হবির হয়ে পড়ে। এর মাঝে হৃদয়ে একটু প্রসান্তির জন্য ইতালির ত্রেভিজোতে বসবাসরত কিছু বাংলাদেশী পরিবার একত্রিত হওয়ায় মিলন মেলায় পরিনত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ত্রেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল,সাধারন সম্পাদক তৈয়ব আলী,যুগ্ন সাধারণ সম্পাদক সুজন মিয়া,প্রধান উপদেষ্টা ওমর ফারুক,কোষাধ্যক্ষ জসীম ব্যপারী,স্কুলের প্রধান শিক্ষিকা জাহিদা পারভিন,সাথী আক্তার,কামরুন নাহার তুলি, মুকুল আক্তার এবং সহ শিক্ষিকা আয়েশা আক্তার ও স্কুলের ছাত্র/ ছাত্রী এবং তাদের অভিভাবকগন।স্কুল কমিটির সকলের সার্বিক আন্তরিক সহযোগীতায় অনুষ্ঠানটি বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটে। ত্রেভিজো বাংলা স্কুল পরিচালনা পরিষদ বনভোজন টি সফল করায় সকল কে ধন্যবাদ জানান।
বিপি/আর এল