Home Uncategorized ডোমারে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীর সাথে প্রতারণা

ডোমারে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীর সাথে প্রতারণা

by Dhaka Office
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে নিজেকে বাংলাদেশ বডারগার্ড সদস্যের পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীর সাথে মিথ্যা ভালবাসার অভিনয় করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে।

ঘটনাটি উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পূর্ব জোড়াবাড়ী এলাকায়। ডোমার থানার সাধারণ ডায়রী সুত্রে জানা যায়, উক্ত এলাকার এক অসহায় দিনমুজুরের কন্যা মিরজাগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীর সাথে মিরজাগঞ্জ গ্রামের কবির হোসেনের ছেলে রাজ্জাকুল নামক এক ছেলের সাথে মোবাইল ফোনে পরিচয় হয়। রাজ্জাকুল নিজেকে বাংলাদেশ বডারগার্ড সদস্যের পরিচয় দিয়ে দীর্ঘ ৬মাস যাবত স্কুল ছাত্রীর সাথে প্রেম ভালবাসায় জড়িয়ে পড়ে এবং বেশ কয়েকবার মেয়েটির সাথে মিরজাগঞ্জ রেল স্টেশন বাজারে দেখা করে। স্কুল ছাত্রীর পরিবারের লোকজন খোজ নিয়ে দেখে ওই এলাকার কবিরের ছেলে রাজ্জাকুল নামে ছেলেটি বডারগার্ডে চাকুরী করে। প্রেম ভালবাসা চলাকালীন সময়ে রাজ্জাকুল একজন নারীকে মায়ের পরিচয় দিয়ে স্কুল ছাত্রীর পরিবারের লোকজনের সাথে বিয়ের কথা পাকা করেন। এরই মধ্যেগত ০৩/০৫/২০১৯ ইং তারিখে রাজ্জাকুলের পায়ে গুলি লেগেছে জানিয়ে চিকিৎসার জন্য স্কুল ছাত্রীর পরিবারের কাছে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিকাশের মাধ্যমে ১লক্ষ ২০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়।

টাকা নেয়ার পর থেকে রাজ্জাকুলের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খোজ নিয়ে জানা যায়, কবিরের ছেলে সুস্থ অবস্থায় যশোরে কর্মরত আছে। রাজ্জাকুল ভুয়া নাম ও ঠিকানা দিয়ে স্কুল ছাত্রীর সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে টাকা আত্মসাত করেছে। এ বিষয়ে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গত ২৫/১০/২০১৯ ইং তারিখে ডোমার থানায় সাধারণ ডায়রী নং-১১৩৭ দায়ের করেন। ডোমার থানার এএসআই নুরুল হুদা ডায়রীর বিষয়ে তদন্ত শুরু করলে জেলা পুলিশ সুপারের মাধ্যমে প্রতারকের ফোন নম্বর মোবাইল ট্রেকিংগের মাধ্যমে এনআইডি নং-১৯৮০৭৭৩৪৪৭০০০০৮৩, ১৯৯২৭৩১১৫৪৭০০০২০৭ বাহির হয়। এনআইডির সুত্রধরে ডোমার নির্বাচন অফিস হইতে সার্চ দিলে প্রতারকের ভোটার আইডি কার্ড পাওয়া যায়। যাহাতে প্রথম এনআইডিতে মোঃ রাজ্জাকুল ইসলাম ,পিতা- বারিউল হক, অপরটিতে মোছাঃ নারগিজ বেগম, স্বামী- মোঃ রাজ্জাকুল ইসলাম, সাং- উপেনচৌকী ভাজনী, ৩নং ওয়ার্ড গরুঘুমা (ওকড়াবাড়ী) ইউনিয়ন- দেবীগঞ্জ, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড় পাওয়া যায়। পরে বিষয়টি নিশ্চিত হয় যে, তারা দুই স্বামী স্ত্রী মিলে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে নিজের স্ত্রীকে মা সাজিয়ে বিয়ের কথা বলে স্কুল ছাত্রীর টাকা আত্মসাত করেছে। শেষে অভিযান শুরু হয় তাদের আসল ঠিকানায়।

সেখানে গিয়ে তাদের পাওয়া যায়। রাজ্জাকুলের স্ত্রী নারগিজ ও তাদের ৩টি সন্তান রয়েছে। বিষয়টি স্থানীয় লোকজনদের নিয়ে দহলা খাগড়াবাড়ী (হাজীপাড়া) গ্রামের ইউনুছ আলীর ছেলে সাদ্দাম হোসেনের বাড়িতে আপোষ মিমাংসার কথা হয় এবং গত ২৫/০৭/২০২০ ইং তারিখে ৫০ হাজার টাকা ফেরত দিতে চায় তারা।

অপরদিকে ওই তারিখে সাদ্দাম হোসেন ও তার দুই সহযোগি খারিজা ভাজনী এলাকার মৃত- হামিদুল হকের ছেলে রাব্বু, ভাজনী বাবুল বাজার এলাকার মৃত- বাবুল হোসেনের ছেলে শাহিন আলম খোকন তারা ৩জন মিলে রাজ্জাকুলের কাছে টাকা উত্তলন করে স্কুল ছাত্রীকে ফেরত না দিয়ে নিজেরাই আত্মসাত করে। অসহায় স্কুল ছাত্রীর পরিবারের লোকজন বারবার তাদের কাছে টাকা চাইতে গেলে তারা টালবাহানা করতে থাকে। স্কুল ছাত্রীর মা জানান, অতিসত্ত¡র সকল প্রতারকগণের বিরুদ্ধে নীলফামারী আদালতে মামলার করার প্রস্তুতি চলছে। প্রতারক রাজ্জাকুল সহ তার ৪ সহযোগির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন ভুক্তভুগী অসহায় স্কুল ছাত্রীর পরিবার।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী