Home Uncategorized রাজাপুরে ইয়াবাসহ শাহিন বাহিনীর হাসান গ্রেফতার

রাজাপুরে ইয়াবাসহ শাহিন বাহিনীর হাসান গ্রেফতার

by Dhaka Office
A+A-
Reset

আজমীর হোসেন তালকুদার, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে নিষিদ্ধ ঘোষিত ৩৫পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ হাসান হাওলাদার (২৫) কে গ্রেফতার করেছে ঝালকাঠি জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মেডিকেল মোড় সংলগ্ন শরীফ মাকের্ট এলাকায় হাসানের বাসায় অডিভযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী হাসান ঐ এলাকার মৃত ইদ্রিস আলী হাওলাদারের পুত্র এবং রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহিন মৃধার আপন ভাগ্নে তথা শাহিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।

মামলা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হাসানের নিজ বাসা ঘেরাও করেন। তাদের উপস্থিতি টের পেয়ে হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ঝটিকা অভিযান চালিয়ে অধিদপ্তরের বিশেষ দলটি দক্ষতার সাথে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাৎক্ষনিক ভাবে আটক হাসানকে জিজ্ঞাসাবাদ করলে সে মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে স্বীকার করে এবং তার কাছে মাদকদ্রব্য রয়েছে বলে জানায়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক হাসানের শয়ন কক্ষে তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে তুলে দেয়।

মাদক ব্যবসায়ী মোঃ হাসান হাওলাদারের প্রতিবেশী ও স্থানীয়রা জানায়, রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহিন মৃধার আপন ভাগ্নে তথা শাহিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হাসান দীর্গ দিন ধরেমেডিকেল মোড়সহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসার নিরাপদ ঘাটি গড়ে তোলে। দলীয় রাজনীতিতে জড়িত না থাকলেও মামা শাহিন মৃধার প্রভাব ব্যবহার করে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার পাশাপাশি এলাকায় দীর্গ দিন ধরে মাদক ব্যাবসার নেটওয়ার্ক চালিয়ে আসছিল।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রাজাপুর থানায় হাচান কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নম্বর ১৫) দায়ের করেছে ।

এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানায়,রাজাপুর থানায় দায়েরকৃত মাদক মামলার আসামী হাসানকে বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী