বাংলাপ্রেস ডেস্ক: পর্যাপ্ত সরবরাহ থাকায় রাজধানীর বাজারে ইলিশের দাম কমেছে। কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে- গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম অনেকটাই কম।
বিক্রেতারা বলছেন- নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ায় দাম কিছুটা সস্তা। তবে ডিম ছাড়া ইলিশের দাম একটু চড়া। দেড় কেজি ডিম ছাড়া ইলিশ প্রায় ১১শ’ টাকা। একই আকারের ডিমসহ ইলিশ ৯শ থেকে এক হাজার টাকা। এক কেজি আকারের ইলিশ ৮শ’ থেকে ৯শ’ টাকা। ৫০০/৬০০ গ্রাম আকারের ইলিশ ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা কেজি।
তবে বাজারে বেশ সস্তা অন্যান্য মাছের দর। ৬ কেজির চেয়ে বড় আকৃতির রুই/ কাতল বিক্রি হচ্ছে ৩০০/৩৫০ টাকা কেজি। চার কেজি আকারের রুই/কাতল ২৫০/২৮০ টাকা। ১ কেজি আকারের বোয়াল ২শ’ টাকা কেজি, আড়াই কেজি আকারের বোয়াল ৩শ’ টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। বাজারে সরবরাহ বেড়েছে অন্যান্য দেশি মাছের।
বিপি/আর এল