সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের শিশু সন্তানরা সার্বজনীন প্রাথমিক থেকে বঞ্চিত রয়েছে। অনুসন্ধানে জানা গেছে ১৯৯৮ সালে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ পাহাড়ি এলাকায় প্রতিষ্ঠিত হয় আশ্রয়ন প্রকল্পটি। এখানে ৪০টি পরিবার আশ্রয় নিয়েছে।
কিন্তু, তাদের জীবন যাপন নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তাদের আাবাসন থেকে ৩ কিলোমিটারের আশপাশে নেই কোন শিক্ষাপ্রতিষ্ঠান।ফলে তাদের শিশুরা সরকারের সার্বজনীন প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। স্হানীয় বাসিন্দারা জানান ২০১৯ সালের ১৭ আগষ্ট বাহুবলের সাবেক ইউএনও আয়েশা হক আশ্রয়ন প্রকল্পটি পরিদর্শনে গেলে বিষয়টি তাঁর নজরে আসে। তিনি অবহেলিত ৪০ পরিবারের শিশুদের শিক্ষার ব্যবস্থা চালুর জন্য দ্রুত পদক্ষেপ নিয়েএকটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার আশ্বাস দেন এবং শিক্ষক নিয়োগ, ছাত্রছাত্রী সংগ্রহসহ একটি প্রাথমিক বিদ্যালয় স্হাপনে আপ্রান প্রচেষ্টা চালান। তিনি বদলী হয়ে চলে যাবার পর উদ্যোগটি স্হবির হয়ে আছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত আব্দুল ওয়াহেদ এর সাথে কথা বললে তিনি জানান সাবেক ইউএনও ম্যাডাম বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন স্হান নির্ধারন না হওয়ায় উদ্যোগটি এগিয়ে নেয়া যায়নি। এ বিষয়ে বর্তমান ইউএনও স্নিগ্ধা তালুকদারের সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি গুরুত্বপূর্ণ আমার নজরে আছে। করোনা দুর্যোগের কারণে পদক্ষেপ নিতে পারছি না। জেলাপ্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সহসাই বিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ নেয়া হবে।
বিপি।আর এল