Home Uncategorized ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারীদের ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারীদের ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। শুক্রবার দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন ইউএনওর ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার সুষ্ঠু তদন্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশে সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর নির্দেশে কাউকেই ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ভেন্টিলেটর ভেঙ্গে ইউএনওর সরকারি বাসভবনে ঢোকে দুর্বৃত্তরা। এসময় ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা নিজ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘরে ঢুকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে দুর্বৃত্তরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এঘটনায় মূল সন্দেহভাজন স্থানীয় যুবলীগ সদস্য আসাদুল হককে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে আটক হন ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। পরে নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশ ও চিংড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি মাসুদকে আটক করা হয়।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী