Home Uncategorized ডোমারে মহিলা আ’লীগের উদ্যোগে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী মানববন্ধন

ডোমারে মহিলা আ’লীগের উদ্যোগে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী মানববন্ধন

by Dhaka Office
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে বাংলাদেশ মহিলা আ’লীগের উদ্যোগে নারী নির্যাতন, ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৫অক্টোবর) বিকালে উপজেলা বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা বাজারে দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে বিক্ষোভ মিছিলটি বাজার প্রদক্ষিন শেষে পরে নিমোজখানা স্কুল এন্ড কলেজ মাঠে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। ডোমার উপজেলা মহিলা আ’লীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা। বিশেষ অতিথি হিসাবে, জেলা মহিলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রতনা সিনহা, শারমিন আক্তার, অর্থ সম্পাদক রহিমা খানম, সদস্য শাকিলা বানু পুন্নি, নারী নেত্রী শিক্ষিকা জেবুন নেহার জেবা প্রমূখ বক্তব্য রাখেন। এ ছাড়ায় বোড়াগাড়ী ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি দিপালী রাণী রায়, পাঙ্গামটুকপুর ইউনিয়ন সভাপতি তাছমিন আক্তার,
বামুনিয়া ইউনিয়ন সভাপতি পেয়ারা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা বেগম উপস্থিত ছিলেন। বক্তাগণ নারী নির্যাতন, ধর্ষণ প্রতিরোধে সকল নারীকে এগিয়ে আসার আহবান জানান।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী