আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ইজিবাইকের সাথে বেপরোয়া কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নুরুল হক (৫২) নামের এক পুলিশ সদস্য সহ ৫ জন আহত হয়েছে। রবিবার রাতে উপজেলা সদর ইউনিয়নের বিশ্বাস বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্রর কনেষ্টবল নুরুল হক, কাউখালী উপজেলার অমিত সর্দার (১৫), দেলোয়ার সর্দার (৬০), খোকন (৪৫) ও বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি এলাকার মোস্তফা (৪০) আহতদের মধ্যে পুলিশ সদস্য নুরুল হকের অবস্থা আশংকা জনক হওয়ার তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। বাকী আহতরা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা যায়, রাজাপুর থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি সাতুরিয়ার নৈকাঠি হয়ে আমতলা বাজার এলাকায় যাওয়ার সময় উপজেলার বিশ্বাস বাড়ি ব্রীজের প‚র্ব পারে আসলে বিপরীত থেকে বেপরোয়া গতিতে আসা কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য সহ ৫ জন আহত হয়েছে।
স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের চিকিৎসকরা দেন। এসময় বেপরোয়া কার্ভাড ভ্যানের চালক ঘটনাস্থলে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী কার্ভাড ভ্যানটি আটকে রেখে রাজাপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে।
বিপি/আর এল