Home Uncategorized সৈয়দপুরে অবৈধ ইটভাটায় ৩৯ লাখ টাকা জরিমানা

সৈয়দপুরে অবৈধ ইটভাটায় ৩৯ লাখ টাকা জরিমানা

by Dhaka Office
A+A-
Reset

এম.আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: হাইকোর্টের নিদের্শে শুরু হয়েছে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান।

বুধবার ১০ ফেব্রুয়ারী এ উচ্ছেদ অভিযানে নীলফামারীর সৈয়দপুর উপজেলা কামারপুকুর ইউনিয়নের গুড়িয়ে দেওয়া হয়েছে ৭টি অবৈধ ইটভাটার আংশিক। পাশাপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন (২০১৩সংশোধিত ২০১৯) এর ০৫, ০৮ (০৩) ধারায় মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণে ৭টি ইট ভাটা থেকে ৩৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ইটভাটা গুলো হলো সেলিনা বেগমের মালিকানাধীন মেসার্স এমবিসি ব্রিক্স, জোবায়দুল ইসলামের মেসার্স ডিবিএল ব্রিক্স, আব্দুর রাজ্জাকের মেসার্স এমএইচই ব্রিক্স, মো: নুরুদ্দিন মেসার্স সিএন ব্রিক্স, জিকরুল হকের মেসার্স এমজেডএইচ ব্রিক্স, মোজাম্মেল হকের মেসার্স থ্রি স্টার ব্রিক্স ও আব্দুল মজিদ এর মেসার্স এবি ব্রিক্স। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজিনা আক্তার ও রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মেজবাবুল আলমের নেতৃত্বে।

অভিযানে অংশ নেয় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ। পরিবেশ অধিপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজিনা আক্তার বলেন, ২০১৩ সাল থেকে নীলফামারী জেলায় ৬০টি ইটভাটার মধ্যে ৭টি ইটভাটা সনাতন পদ্ধতিতে চলছে। যা মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করেছে। এসব ভাটা আংশিক গুড়িয়ে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে নিজেরাই তা সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়েছে। আদালতের নির্দেশনানুযায়ী অবৈধ সব ইটভাটাতেই অভিযান
পরিচালনা করা হবে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী