বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রে ১৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
তিনি শুক্রবার দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল জেমস ম্যাকনভিলের আমন্ত্রণে গত ২৯ জানুয়ারি সফরে গিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান।
সফরকালে তিনি জেনারেল ম্যাকনভিলসহ যুক্তরাষ্ট্রের ঊর্ধতন সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনায় বসেন।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করে তাদের প্রশিক্ষণ সুবিধাও দেখেন জেনারেল আজিজ।
আইএসপিআর জানায়, বিভিন্ন বৈঠকে সেনাপ্রধান বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গা সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টিও আলোচনায় তোলেন জেনারেল আজিজ।