বাংলাপ্রেস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
জানা গেছে, শনিবার (১০ এপ্রিল) করোনাভাইরাস টেস্টের জন্য তার নমুনা দেয়া হয়েছিলো। পরে, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে করোনা রিপোর্ট পজিটিভ আসে খালেদা জিয়ার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এই রিপোর্টের সত্যতা নিশ্চিত করেছেন। আইসিডিডিআর ল্যাবরেটরিতে তার করোনা পরীক্ষা হয়েছে। রিপোর্টে থাকা নাম্বারটি খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী সবুজের।
তবে, এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছে তার পরিবার। এছাড়া, বিএনপির পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করেনি কেউ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্টের একটি কপি ভাইরাল হয়েছে। সেটি কিউআর কোড স্ক্যান করলে স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানা যায় সেখানে চলে যায়। সেখানে এই কপিটি দেখা যায়।