Home রাজনীতিবিএনপি এই বাজেট কার্যত জনগণের সাথে ভাওতাবাজি করা হয়েছে : মির্জা ফখরুল

এই বাজেট কার্যত জনগণের সাথে ভাওতাবাজি করা হয়েছে : মির্জা ফখরুল

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিবের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছন-বাজেটে অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি করা হয়েছে।

শুক্রবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এই বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি। এটি দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট।’ বিশাল অঙ্কের বাজেট ঘোষণা করা হলেও জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

প্রস্তাবিত বাজেটকে অবাস্তবায়যোগ্য, কাল্পনিক ও অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করা হয়। ঘোষণার আগে মন্ত্রীপরিষদে এটি পাশ হয়। ২০২১-২২ অর্থবছরের জন্য মোট ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী