ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাজেদ (১৪) নামে এক মাদরাসাছাত্র নদীতে নিখোঁজের চার ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী এলাকায় কুমার নদীতে এ ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মাজেদ চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের ফুল মিয়ার ছেলে ও ডোবরা হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। সে তিন ভাইয়ের মধ্যে ছোট। তার আরো দুই বোন রয়েছে।
শেখর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান সরদার জানান, শনিবার দুপুরের দিকে তেলজুড়ী বাজারের স্টিল ব্রিজ থেকে নদীতে লাফালাফি করতে গিয়ে মাজেদ নিখোঁজ হয়। ওই সময় ব্রিজ থেকে লাফ দিয়ে পানি থেকে আর উঠে আসেনি সে। অনেক খোঁজাখুজি করেও সন্ধ্যান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
শনিবার বিকেল ৫টায় বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার আ. সাত্তার মোল্যা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক অভিযান চালানোর পর পাটুরিয়া ঘাটের ডুবুরি দলকে খবর দেই। সেখান থেকে পাঁচ সদস্যের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছেন। আমরা ঘটনাস্থলেই রয়েছি।
বিপি/কেজে