আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে এভারগ্রীণ ৮৯/৯১ ব্যাচের বর্ষপূর্তি উপলক্ষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দ্বারকামারী আম-জোড়া-চাঁদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৭০জন শিশুদের মাঝে খাবার বিতরণ করেন এভারগ্রীণ ডোমার উপজেলার সদস্যবৃন্দ।
এ সময় উক্ত মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ছকিবুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, এভারগ্রীণের ঢাকার বন্ধু সালাম হাওলাদার, ডোমার উপজেলার বন্ধু শিক্ষক শরিফুল ইসলাম মানিক, মায়েদুল ইসলাম বসুনিয়া তুর্য, বিশিস্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বিপু, সাংবাদিক আনিছুর রহমান মানিক, মাদ্রাসার মোহতামিম হাফেজ আল-আমিন ইসলাম, নাজমুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন।
মোহতামিম হাফেজ আল-আমিন ইসলাম জানান, দ্বীনি এলেম শিক্ষার জন্য মাদ্রাসায় নুরানী, নাজেরা, হেফজুল কোরআনসহ কিতাব বিভাগ দীর্ঘ একযুগ যাবত পরিচালনা করে আসছি। বর্তমানে সেখানে ৭০জন অসহায় ও এতিম ছাত্র রয়েছে। মাদ্রাসাটি সুন্দর ভাবে পরিচালনা ও প্রতিষ্ঠিত করতে সকলের সু-পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
বিপি/আর এল