Home Uncategorized শহিদুলের ভয়ে মুসল্লি শূণ্য বায়তুল্লা শাহ্ জামে মসজিদে

শহিদুলের ভয়ে মুসল্লি শূণ্য বায়তুল্লা শাহ্ জামে মসজিদে

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

 

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুরের দরিখামার এলাকায় শহীদুলের অত্যাচারে মানুষ অতিষ্ট। বর্তমানে তার ভয়ে মসজিদে নামাজ পড়তে পারছেনা মুসুল্লিরা। বায়তুল্লাহ শাহ্ জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটে। বাদিকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে প্রভাবশালী ঐ ব্যক্তি।

মামলা সুত্রে যানা যায়, দরিখামার এলাকায় বায়তুল্লাহ শাহ্ জামে মসজিদের কমিটি গঠনের লক্ষে একটি আলোচনা সভা হয় গত ৫ই আগস্ট। উপস্থিত মুসল্লিরা শহীদুলের নাম প্রস্তাব না করায় ও বিরোধিতাকারীদের দেখে নেওয়ার হুমকি দিলে বাঁকবিতন্ডা বাঁধে। সভা শেষে বাড়ী ফেরার পথে আক্রমন চালায় শহীদুল বাহিনী। দেশিও অস্ত্রের আঘাতে হানিফ উদ্দিনের মাথায় গুরুত্বর আঘাততপ্রাপ্ত হয়।

এ ঘটনায় দিনাজপুর আদালতে মোঃ হানিফ উদ্দিন প্রামানিক বাদি হয়ে মামলা করেন। বর্তমানে এলাকার মানুষ শহিদুলের ভয়ে ঐ মসজিদে যেতে পারছেনা, ঈমাম, মোয়াজ্জেম শুন্য হয়ে পরেছে। ফলে মাদ্রাসার ছোট ছাত্রদের দিয়ে আযান দেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে বিভিন্ন মহলে অভিযোগ দেওয়া হয়েছে। শহীদুলের দাপটে এলাকায় প্রায় পুরুষ শূণ্য হয়ে পড়েছে। রাস্তায় যে কাউকে পেলেই আক্রমনাত্বক আচরন করে।

প্রভাবশালী ঐ ব্যক্তির অর্থবিত্ত থাকয় সেখানকার মানুষ তার ভয়ে আতঙ্কে দিনানিপাত করছে। মামলা করায় বাদীকে মামলা তুলে না নিলে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এব্যাপারে শহীদুলের মুঠো ফোনে বারবার কল দেওয়ার পরও রিসিভ না করলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এলাকাবাসীর দাবী প্রভাবশালী শহিদুল ও তার ছেলেদের অত্যাচারের হাত থেকে রক্ষা করতে ও মসজিদে মুসল্লিদের নিরাপত্তা দানে প্রধানমন্ত্রী সহ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী