Home Uncategorized শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে ঘর উপহার পেলো লক্ষ্মীপুরের দুই পরিবার

শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে ঘর উপহার পেলো লক্ষ্মীপুরের দুই পরিবার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: মুজিব শতবর্ষে শেখ রাসেলের ৫৮তম জম্মদিন উপলক্ষ্যে যুবলীগের আশ্রয়কর্মসূচির অংশ বিশেষ ঘর উপহার পেলেন লক্ষ্মীপুরের দুই পরিবার।

রবিবার (১৭ অক্টোবর) দুপুরে ভার্চুয়ালভাবে অংশ নিয়ে দুই পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

জানা যায়, সদর উপজেলার শাকচর ইউনিয়নের যুব মহিলালীগের সভানেত্রী কহিনুর বেগম ও একই উপজেলার ভবানীগঞ্জ ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল মাহমুদ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বাস করে আসছেন।

মুজিবশতবর্ষে শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় প্রতিটি ঘরে দুই লাখ ৫ হাজার টাকা করে ব্যায় করে দুই পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেয় যুবলীগ।

এদিকে ঘর পেয়ে মহাখুশি দুই পরিবারের সদস্যরা। তারা প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে যুবলীগের এমন কাজে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী