ফরিদপুর প্রতিনিধি : দুর্গোৎসব পরবর্তী মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিতে ও সনাতন ধর্মাবলম্বীদের সার্বিকনিরাপত্তা নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরল আলম এ সভার আয়োজন করেন।
সন্ধ্যায় ওসির কক্ষে হিন্দু নেতাসহ মন্দির কমিটির সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি উপজেলার স্থায়ী ১১৭ টি মন্দিরের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় সদ্য শেষ হওয়া ১২২ টি দুর্গাপূজার মন্ডপ নিরাপত্তা ও পরবর্তী বিষয় নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন হিন্দু নেতাদেরা।
এ সময় থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, সম্প্রতি কুমিল্লার ঘটনা নিয়ে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে একটি মহল। শান্তিপূর্ণভাবে এ উপজেলায় দুর্গোৎসব শেষ হয়েছে। ধর্মীয় উসকানি থেকে বিরত থাকা ও যেকোনো ধরনের নিরাপত্তা নিশ্চিতে থানা-পুলিশ তৎপর রয়েছ। কোনো ধরনের হুমকি-ধামকি কিংবা নাশকতার খবর পেলে থানা-পুলিশকে অবগত করতে অনুরোধ জানান।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রশান্ত সাহা, বোয়ালমারী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল সাহা, সাধারণ সম্পাদক লবিন লস্কর, সাংগঠনিক সম্পাদক তপন দত্ত, হিন্দু মহাজোট নেতা সুবাস সাহাসহ পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির সভাপতি-সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
বিপি/কেজে